Sunday, June 16, 2019

পরবাসে – ৭



বছরে তিনটে বড় ছুটি। তার আগে আমাদের উত্তেজনার সীমা থাকত না। একটা খোলা আকাশ, বাড়ীর স্নেহময় পরিবেশ যে কতটা দামী, তা বোধহয় হোস্টেলে না থাকলে বোঝা যায় না। যে কোন ছুটির আগে অবশ্যকর্তব্য ছিল প্রতি ঘরে কাগজে  ১ থেকে ৩০ অবধি লিখে দেওয়ালে সাঁটিয়ে দেওয়া। যে আগে উঠবে সে একটা একটা করে দিন কাটবে।

Saturday, June 15, 2019

পরবাসে – ৬


ছোট ছোট মেয়েগুলো শুধু স্কুলেই এল না, চার পাঁচজন গুটি গুটি এসে হোস্টেলে ডেরা বাঁধল। একদিন বীণাদি আমাদের ডেকে বললেন, একটি ছোট মেয়ে ভর্তি হয়েছে, তাকে যেন আমরা যথাসাধ্য সাহায্য করি।

Friday, June 7, 2019

পরবাসে – ৫


একটি বাল্যবিবাহ এবং একটি অকালমৃত্যু আমায় জীবনের দুটো বড় শিক্ষার পাঠ কান ধরে শিখিয়ে দিলপ্রথমটি হল, নিজের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে নিজের দায়িত্বে নেওয়া। এরপরে জীবনে সিদ্ধান্ত নিতে গিয়ে কখনো ঠিক করেছি, কখনো ভুল – কিন্তু তার পূর্ণ দায়িত্ব একান্ত আমারই। কোনদিন কাউকে দোষ দিই নি।

Wednesday, June 5, 2019

পরবাসে – ৪

আমাদের বড়দি ছিলেন আরতি গুহ। অদ্ভুত ছিল তাঁর পরিচালন দক্ষতা। কোনদিন জোরে কাউকে বকতে শুনিনি। বোধহয় তার দরকারই হয়নি কখনো। অথচ হঠাৎ ডেকে পাঠালে বুক ধুকধুক, পা ঠকঠক করত না যার, সে কখনো বিনোদমঞ্জরীর ছাত্রীই ছিল না।

Tuesday, June 4, 2019

পরবাসে – ৩


আমাদের স্কুল হোস্টেলের দিনগুলো ছিল ঘণ্টা আর ঘড়ির কাঁটার সাথে বাঁধা। তাতে একটা উপকার এই হয়েছিল যে রোজকার জীবনধারণে একটা নিয়মানুবর্তিতা মজ্জায় গেঁথে গিয়েছিল। কষ্ট আর সমস্যা? ওই বয়েসে প্রাণপ্রাচুর্য এত বেশি থাকে যে তা থেকেও মজা খুঁটে নিতে বিশেষ অসুবিধা হত না। বরং এসবের মধ্যে দিয়ে বড় হয়ে উঠেছি বলেই হয়ত পরে সংসারে বা কর্মক্ষেত্রে অনেক কঠিন সময় হাসিমুখে পার করতে পেরেছি।

Monday, June 3, 2019

পরবাসে – ২


সেলাই পরীক্ষার রি টেস্টে পাস করলাম। করব জানা ছিল। কারণ এত অপদার্থ ফার্স্ট গার্ল বিনোদমঞ্জরী আগে পায়নি। নিয়মের কিছু অদল বদল হয়ে থাকবে। এরপর থেকে গান সেলাই আর আঁকায় আমার নম্বর চিরস্থায়ী বন্দোবস্তে ৪০। মানে পাসমার্ক আর কি!

Saturday, June 1, 2019

পরবাসে – ১


বাবার ছিল বদলির চাকরি, তায় আবার বনবিভাগে। দিব্বি দিন কাটছিল আজ এখানে কাল ওখানে করে। দু’-তিন বছর পরে পরেই নতুন জায়গা, নতুন ইস্কুল, নতুন বন্ধু! কিন্তু বাকিদের সেটা সহ্য হলে তো! দেখা হলেই দীর্ঘশ্বাসের ঝড় বয়ে যেতমেয়েটাকে কি এমনি জংলি করেই রাখবে অশোক / সেজদা / জামাইবাবু?