Friday, November 3, 2023

একটি অসমাপ্ত চিঠি ||দোলা সেন||

 

 

 

 

TO WHOM IT MAY CONCERN

 

মারহাবান ইয়া সাদিকী – প্রিয় বন্ধু হে,

সমুদ্দুরে হারিয়ে যাওয়া নাবিক যেমন ছিপি আঁটা বোতলে চিঠি লিখে ভাসিয়ে দেয়, তেমনি এ চিঠি আমি ভাসিয়ে দিলাম অন্তর্জালের সাগরে। কবে কোথায় কার হাতে পৌঁছাবে আমি জানি না। হয়তো হারিয়ে যাবে শত সহস্রকোটি শুভেচ্ছা, সেলফি, ছবি, লেখার ভিড়ে। হয়তো কোনো দরদী বন্ধুর চোখে পড়বে – তারপর? হয়তো দুফোঁটা জল গড়াবে তার চোখ দিয়ে। কিংবা.... কিংবা তার চোখে জ্বলে উঠবে আগুন – অনিয়ম আর অবিচারের বিরুদ্ধে একটুকরো স্ফুলিঙ্গ। অথবা – আমি জানি তার সম্ভাবনাই সবচেয়ে বেশি – একটা ছোট্ট “আহা”-র অবজ্ঞার তলায় চাপা পড়ে যাবে সবকিছু। আমাদের এটাই ভবিতব্য যে!


Friday, September 8, 2023

চিরসখা হে ||দোলা সেন||



গাছের কাণ্ডটা হেলে রয়েছে অনেকটাই। ডালপাতার আড়ালে ঘেরা একান্ত শয্যা যেন। এই মুহূর্তে চারপাশ থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে একালাযাপনের তৃষ্ণা প্রবলভাবে অনুভব করছেন তিনি। পরম আদরে হাত বোলালেন গাছটির গায়ে। শাখা নুইয়ে গাছটি অভিবাদন জানাল কি? ভাবনাটা মনে আসতেই একটুকরো হাসি খেলে গেল ওঁর মুখে –

Wednesday, July 5, 2023

বাঁক ||দোলা সেন||‎‎‎

 পাহাড় চিরে লাল স্করপিও ছুটে চলছিল। দুই ধারে ঘন বন। বনের নীচের অংশে ঝোপ আর লতায়-পাতার সাদর জড়াজড়ি। তার মধ্যে দিয়ে নজর চলে না। ঢালের দিকে জমি সোজা নেমে গেছে।  শ্রী জানালার কাচে মুখ ঠেকিয়ে, অবাক চোখে এই প্রায় অগম্য জঙ্গল দেখছিল। পাশ থেকে ছোট ভাইয়ের প্রশ্ন ভেসে এল – তখন থেকে অমন করে কী দেখছিস রে দিদি?

-       ওই কলাগাছগুলো দেখ। এত লম্বা কলাগাছ আমি কক্ষণো দেখিনি। প্রায় দশফুট লম্বা তো হবেই।

Saturday, June 10, 2023

গন্তব্য যখন উপলক্ষ্য ||দোলা সেন||

 












[১]

চৈত্রমাসের প্রথমেই পরপর দু-তিনদিন বৃষ্টি হয়ে গেল ঝমঝমিয়ে। শিলও পড়ল টুপটাপিয়ে। ভোররাতে বৃষ্টিভেজা হাওয়ায় শিরশিরে আমেজ ফিরে এলে, ছেঁড়া ছেঁড়া ঘুমকে চাদরে জড়িয়ে নিয়ে বউটি পাশ ফিরে শোয়। আজ নাহয় একটু দেরিতেই উনোনের আঁচ পড়বে। ডানা গোটানো পায়রা গিন্নির হালকা বকবকমে কর্তার ঘুম ভাঙাবার চেষ্টা। কর্তার আধখোলা চোখে একটু ঝিমিয়ে নিচ্ছেন। তিনি জানেন, কুয়াশার পর্দা কেটে রোদ উঠলে তবেই উঠোনে গম ছড়াবে আদুল গায়ের কিশোর।

Saturday, April 22, 2023

অলজ্জ ||দোলা সেন||



[প্রথম পর্ব]

-       তাহলে ফাইনাল তো?

পাশের সোফায় বসা টেকোমাথা লোকটি হাসল একগাল

-       বলো তো ফার্স্ট পেজেই.....

-       কবে এমন অন্যায় আবদার করেছি বলুন তো? - মোহন হাসি হাসল মেয়েটি।

-       আমি পেজ থ্রি পেলেই বর্তে যাব।

নীল-সাদা মিনিস্কার্টের ওপর ঘননীল অফ শোল্ডার টপ। জুসের গেলাসে আলতো চুমুক। পায়ের উপর পা তুলে বসল আরাম করে। লোকটি সিগারেট হাতে নিল। সামনে ঝুঁকে পড়ে নিপুণ হাতে লাইটার জ্বালিয়ে দিল মেয়েটি। চোখের আরামের কোন ত্রুটি রাখল না। সে জানে পুরুষের দৃষ্টি কোনোমতেই সরবে না এখন। আদুরে হাসি ফোটাল গলায়

-       কাল আমার শো আছে। অফিসে আপনার কার্ড পাঠিয়ে দিয়েছি। আপনি ব্যস্ত মানুষ। কাগজ, ম্যাগাজিন সব সামলাতে গিয়ে, আমায় ভুলে যাবেন না তো?

Wednesday, February 1, 2023

তোমারো অসীমে

 


||দোলা সেন||

 

তমারে হাবে জরুরি না থী –

সেই দুপুর থেকে শব্দগুলো মাথায় হাতুড়ির ঘা মেরে যাচ্ছে, মেরেই যাচ্ছে। ঘরের দাওয়ায় বসে রতন সকালবেলার দৃশ্যপট আর মালিকের ভাবলেশহীন মুখে উচ্চারিত শব্দগুলোকে নানান পারমুটেশন কম্বিনেশনে সাজিয়ে দেখে যাচ্ছে। বিকেল গড়িয়ে গেল, কিন্তু তার অর্থ কেমন যেন কিছুতেই বোধগম্য হচ্ছে না। এমন নয় যে, সে গুজরাটি জানে না। নয় নয় করে তার দশ বছর কাটানো হয়ে গেল এই দেশে। আর আজ কিনা মালিক নির্বিকারভাবে উপদেশ দিল – ঘর পাছা যাও। 

Friday, April 29, 2022

ইউ-টার্ন ||দোলা সেন||


কয়েক সেকেন্ড মাত্র উঠেছে, আচমকাই ছোট্ট একটা ঝাঁকুনি দিয়ে বন্ধ হয়ে গেল লিফট। কী হল? অফিসে টিমমেম্বারদের মধ্যে ঋদ্ধি বরাবরই ক্যাপ্টেন কুল বলেই পরিচিত। কোনও পরিস্থিতিতেই দিশাহারা হয়ে যায় না। কিন্তু এই মাঝরাত্তিরে এমন পরিস্থিতিতে কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটলো ক্যাপ্টেন কুলের। ভরসার কথা একটাই। লিফটের আলো নেভেনি। অ্যালার্ম বাটনটা টিপে দিল ঋদ্ধি। কিন্তু সেটা কাজ করল না।