Tuesday, March 26, 2019

খেলা ভাঙার খেলা


কাল : ১৯৬৮
প্রশ্ন: আজকে কোথায় দাঁড়িয়ে
*
*
*
দেবজিৎ,

সম্বোধনটায় অবাক হলে? নাম ভাঙা তো আমার চিরকালের প্রিয় খেলা, তাই সবটুকু জুড়ে ডাকিনি কখনো তোমায়। জিৎ, দেব, জীঈঈ, দেবা. দেবুচন্দর --- ইত্যকার ডাকেই তুমি ঠিক ঠিক বুঝে যেতে আমি কেমন মুডে আছি। হয়ত ভাবছ, তাহলে আজ কেন............

Monday, March 25, 2019

কোন মানে হয় না


ভীষণ বিরক্তিতে চায়ের কাপটা ঠক করে নামিয়ে রাখলেন অনুপমা। খবরের কাগজটাকে ছুঁড়ে ফেললেন পাশের টেবিলটায়। রাগের চোটেই বোধহয় লক্ষ্যভ্রষ্ট হলেন, কাগজটা আধখোলা অবস্থায় ছড়িয়ে পড়ে রইল মেঝেতে। দেখে বিরক্তিটা আরো বাড়ল অনুপমার। ছড়ানো ছেটানো অগোছালো চারপাশ একেবারে বরদাস্ত হয় না তাঁর।বিড়বিড়িয়ে বলে উঠলেন নিজের মনেই, ‘কোন মানে হয় না।‘

Friday, March 22, 2019

আঁধার পেরিয়ে



সিম্বার মনটা আজ খুব ভালো আছে। গতকাল যে হরিণটা ও শিকার করেছিল, হায়নার দল তার খোঁজ পায়নি। তাই আজকের খাওয়াটাও জম্পেশ হল। এমনটা কালেভদ্রে হয়। কোত্থেকে যে গন্ধ পায় এই পরগাছাগুলো! ঠিক হাপিস করে দেয় সিম্বার এত কষ্টের শিকারদের। বিরক্তি প্রকাশ করতেই বোধহয় সে তার সোনালি কেশরওয়ালা মাথাটা একবার ঝাঁকিয়ে নিল।