Saturday, April 22, 2023

অলজ্জ ||দোলা সেন||



[প্রথম পর্ব]

-       তাহলে ফাইনাল তো?

পাশের সোফায় বসা টেকোমাথা লোকটি হাসল একগাল

-       বলো তো ফার্স্ট পেজেই.....

-       কবে এমন অন্যায় আবদার করেছি বলুন তো? - মোহন হাসি হাসল মেয়েটি।

-       আমি পেজ থ্রি পেলেই বর্তে যাব।

নীল-সাদা মিনিস্কার্টের ওপর ঘননীল অফ শোল্ডার টপ। জুসের গেলাসে আলতো চুমুক। পায়ের উপর পা তুলে বসল আরাম করে। লোকটি সিগারেট হাতে নিল। সামনে ঝুঁকে পড়ে নিপুণ হাতে লাইটার জ্বালিয়ে দিল মেয়েটি। চোখের আরামের কোন ত্রুটি রাখল না। সে জানে পুরুষের দৃষ্টি কোনোমতেই সরবে না এখন। আদুরে হাসি ফোটাল গলায়

-       কাল আমার শো আছে। অফিসে আপনার কার্ড পাঠিয়ে দিয়েছি। আপনি ব্যস্ত মানুষ। কাগজ, ম্যাগাজিন সব সামলাতে গিয়ে, আমায় ভুলে যাবেন না তো?