-
এই মুহূর্তে আপনার অনুভূতিটা যদি একটু বলেন..
আসপাশ থেকে ধেয়ে আসা প্রশ্নের ঝড়কে
উপেক্ষা করে, চুপচাপ মাথা নীচু করে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছিলেন অগ্নীশ। ঘরের দরজার
ওপারে একান্ত অবকাশটার জন্য এমন মর্মান্তিক আকূতি আগে কখনো বোধ করেননি। তবু, এই
প্রশ্নটা তাঁর চলন থমকে দিল।