Saturday, April 25, 2020

জীবে প্রেম



||দোলা সেন||

দিনকাল বড়োই খারাপ যাচ্ছে ঋতির। বেশ কিছুদিন ধরেই যা ঘটছে, সেগুলো যে খুব একটা ভালো ঘটছে না – সেটা পরিষ্কার।  আজকের সকালবেলার কথাটাই ধরা যাক। দ্রিঘাংচু কি এমন মহামূল্যবান জিনিস চেয়েছিলো শুনি? যেটা নিয়ে এমন মহাভারত তৈরি করতে হবে?