Wednesday, August 14, 2019

পরিচয়


হাত ফসকে বাটিটা পড়ার আওয়াজকে ছাপিয়ে সুমনার গলা ঝনঝনিয়ে উঠলো
-       একটু সামলে কাজ করতে পারোনা? অতো দামী বাটিটা...
এরপর একটু আস্তে কিন্তু শ্রুতিযোগ্য স্বরে,
-       ভাঙলে ভাঙুক লোকের জিনিস। নিজের হলে কি আর...।  অবশ্য দামী সস্তা আর বুঝবে কোত্থেকে? বাপের জম্মে দেখেছে এসব জিনিস? নেহাৎ রান্নাটা ভালো তাই, নইলে.......