Sunday, November 24, 2019

নিষেধ মানতে হয়


[]
কমল খুবই ভালো ছেলে। পড়াশোনায়, খেলাধূলায়, গানেসবেতে চৌকস।এমন ছেলে নিয়ে বাবা মায়ের দুশ্চিন্তার কোনোই কারণ থাকার কথা নয়। কিন্তু আছে। বেশ গুরুতর রকমেরই আছে। অন্ততঃ বিকাশবাবু সেটা হাড়ে হাড়ে বুঝছেন। ছেলে নিয়ে তাঁর অশান্তির শেষ নেই।